জন্মদিনে অভিনয় ছেড়ে কোটিপতি হওয়ার উপদেশ পাচ্ছি - নিস্কৃতি চাকমা
By Jahid Khan January 03, 2022
বর্তমান সময়ের একজন সুনামখ্যাত তরুণ অভিনয় শিল্পী নিস্কৃতি চাকমা। আজ ৩রা জানুয়ারি তার জন্মদিন। সম্প্রতি ৩১শে ডিসেম্বর তার অভিনীত একটি ধারাবাহিক চাকমা নাটক 'জিত্তোবানি' রিলিজ হয়েছে।
আজ তার জন্মদিন সম্পর্কে জানতে চাইলে তিনি জানান, আজ আমার জন্মদিন তাই স্বাভাবিকই আমি অনেক খুশি। অসংখ্য মানুষের কল , মেসেজ পাচ্ছি। একই সাথে অনলাইনেও উইস করেছে অনেকেই। তাদের সবাইকে আমি ভালোবাসা দিয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি। এছাড়াও অনেক দূর-দূরান্তর থেকে কিছু ভালোবাসার মানুষ পাঠিয়েছে উপহার। যার যার মত করে উপদেশ দিচ্ছেন বন্ধু-বান্ধবীসহ গুরুজনেরা। সবকিছু মিলিয়ে দিনটি মা-বাবার সাথে ভালোয় কাটছে।
নিস্কৃতি চাকমাকে জন্মদিনে পাওয়া যেকোন একজনের উপদেশ শুনাতে বলা হলে তিনি বলেন, "এক বড় ভাই বললো, দেখ নিস এইসব অভিনয় বাদ দিয়ে আমার সাথে বিজনেস স্টার্ট করো দেখবে কয়েক বছরের মধ্যে তুমি কোটিপতি হয়ে যাবে। " আমি আসলে ঠিক জানিনা ভাইয়া কেন আমায় এটা বলেছিলেন। হয়তো মজা করেছে।
এছাড়াও তিনি বলেন এই বছর কিছু পরিস্থিতির সমস্যার কারণে জন্মদিনের তেমন কোন বড় অনুষ্ঠান আয়োজন করা সম্ভব হয়ে উঠেনি কিন্তু আগামী বছর আমার জন্মদিনের অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।
Leave a comment