১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যার যোগফল
By Shahin Hossen September 21, 2021
বিখ্যাত গণিতবিদ কার্ল ফ্রেডরিক গাউস ছোটবেলায় খুব দুষ্টু প্রকৃতির ছিলেন। তাঁর দুষ্টুমিতে শিক্ষকেরা খুবই অস্থির। দুষ্টুমি কমানোর জন্য একদিন এক শিক্ষক তাঁকে বললেন, ‘১ থেকে ১০০ পর্যন্ত সংখ্যাগুলো যোগ করে নিয়ে আস।’ শিক্ষক ভেবেছিলেন, এতে তাঁকে কিছুক্ষণ ব্যস্ত রাখা যাবে। চোখের পলকে গাউসের উত্তর তৈরি। উত্তর হলো ৫০৫০, শিক্ষক বললেন, ‘কীভাবে?’ তাঁর উত্তর ‘১ আর ১০০ মিলে ১০১, ২ আর ৯৯ মিলে ১০১, ৩ আর ৯৮ মিলে ১০১, এভাবে ৫০ জোড়া। প্রত্যেক জোড়ার যোগফল ১০১। তাই ১০১ কে ৫০ দিয়ে গুণ করেছি।’
Leave a comment