বন্ধুদের নিয়ে ভূতুড়ে জঙ্গলে অভিযান
By Arif Khan August 07, 2021
সম্প্রতি আলোচনায় উঠে আসা নিস্কৃতি চাকমার নতুন চমক বন্ধুদের নিয়ে।ইউটিউবে ব্লগ বানাবেন বলেছেন এখন থেকে।ইতোমধ্যেই একটি ব্লগ শ্রীঘ্রই রিলিজ হতে যাচ্ছে।
তার জীবনে এটিই প্রথম ইউটিউব ব্লগ ভিডিও। সাথে ছিল সুবর্ণ চাকমা, দিভাষ চাকমা, লেমন চাকমা ও সোহাগ চাকমা নামের চারজন বন্ধু। শ্রীঘ্রই রিলিজ হতে যাচ্ছে এই ভিডিওটি। ইউটিউবে ভিডিও দেখার মাধ্যমে সকলকে পাশে থাকার অনুরোধ নিস্কৃতি চাকমার।
উল্লেখ্য, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ি এর প্রযোজনায় এবং উক্ত প্রতিষ্ঠানের পরিচালক জিতেন চাকমার পরিচালায় গত মাসে নিস্কৃতি চাকমার অভিনীত একটি মিউজিক ভিডিও রিলিজ হয় Knsi Khagrachari নামক চ্যানেলে। ভিডিওতে নিস্কৃতি চাকমার কারাবন্ধী নিয়ে দর্শকদের আলোচনা-সমালোচনার শেষ নেই।
নিস্কৃতি চাকমা বলেন- দর্শকদের ভালোবাসা আমার কাছে বেচে থাকার অনুপ্রেরণা। তাদের অনুরোধে আমি নতুন কিছু করার পরিকল্পনা করেছি এবং ইতোমধ্যেই বাস্তবায়নের শেষ প্রান্তে। নিজের নামে একটি ইউটিউব চ্যানেল খুলেছি ভালোবাসা পেলে নিয়মিত ব্লগ আপলোড করবো।সবচেয়ে খুশির খবর হলো কিছুদিনের মধ্যেই আমার প্রথম ব্লগ আপলোড করে দিব। আশা করি দর্শকরা দেখবেন। আমি আমার কলেজ বন্ধুদের নিয়ে একটি ভূতুড়ে জঙ্গলে ব্লগটি বানিয়েছি। শুটিং করতে কষ্ট হয়েছে কিন্তু মজা হয়েছে অন্যরকম লেভেলের।
এছাড়াও তিনি জানান পাহাড়েই আমার জন্ম তাই পাহাড় ঘিরেই প্রথম ব্লগ।পাহাড়ের অনেক কিছুই দেখা মিলবে ভিডিওতে। যা আগে কেউ হয়তো দেখেইনি।
Leave a comment